Header Ads

Header ADS

জারন-বিজারণ

জারন-বিজারণ বিশেষ ভাবে মনে রাখার উপায়ঃ

• জারণ :
১. e- এর অপসারণ
২. ধনাত্মক চার্জ ↑
৩. ঋণাত্মক চার্জ ↓
৪. যোজ্যতা বৃদ্ধি ↑
• বিজারণ :
১. e- এর সংযোজন
২. ধনাত্মক চার্জ ↓
৩. ঋণাত্মক চার্জ ↑
৪. যোজ্যতা হ্রাস ↓
• জারণ = ইলেক্ট্রন ত্যাগ
• জারক = ইলেক্ট্রন গ্রহণ
• বিজারণ = ইলেক্ট্রন গ্রহণ
• বিজারক = ইলেক্ট্রন ত্যাগ
• জারণে ঘটে :
১. O2 সংযোজন : 2SO2+O2¬ = SO2
২. তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন : 2Fe+3Cl2 = 2FeCl3
৩. H2 অপসারণ : H2S+Cl = 2HCl+S
৪. ধনাত্মক মৌলের অপসারণ : 2Cu2O+O2 = 4CuO
৫. যোজ্যতা বৃদ্ধি : 2FeCl2+Cl2 = 2FeCl3 (Fe এর যোজনী 2 থেকে 3 হয়)
৬. ইলেক্ট্রন দান : Fe2+-e- → Fe3+
• বিজারণে ঘটে :
১. O2 অপসারণ : CuO+H2O = Cu+H2O
২. তড়িৎ ঋণাত্মক মৌল/মূলক অপসারণ : 2FeCl3+H2 = 2FeCl2+2HCl
৩. ঋণাত্মক মূলক সংযোজন : HgCl2+Hg = Hg2Cl2
৪. যোজ্যতা হ্রাস : 2FeCl3¬+H2 = 2FeCl2+2HCl (Fe এর যোজনী 3 থেকে 2 হয়)
৫. ইলেক্ট্রন দান : Cl+e- → Cl-
• জারক অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়
• বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়
• জারক পদার্থে সর্বদা অক্সিজেন থাকা আবশ্যক নয়
• জারক হিসেবে হ্যালোজেনসমূহকে নিম্নরূপে সাজানো যায়-F2>Cl2>Br2>I2
• বিজারক হিসেবে হ্যালোজেনসমূহকে নিম্নরূপে সাজনো যায়-I->Br->Cl->F-
• পটাশিয়াম ফেরিসায়ানাইড (k3[Fe(CN)6 একটি জারক পদার্থ
• পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) একটি শক্তিশালী জারক
• পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশনে কোন নির্দেশক প্রয়োজন হয় না
• ক্লোরিনের জারণ সংখ্যা সব সময় -1 হয়
• মুক্ত অবস্থায় মৌলের যোজনী শূণ্য

এইচএসসি আইসিটি - এর সি প্রোগ্রামিং সহজে শেখার জন্য
সহজে শিখি সি প্রোগ্রামিং  - বইটি সংগ্রহ করুন।
http://www.rokomari.com/book/94203
হক লাইব্রেরী, ঢাকা নীলক্ষেত; চট্রগ্রাম বাতিঘর সহ দেশের সকল লাইব্রেরিতে পাওয়া যায়।

লিখেছেন -
আরিফুজ্জামান ফয়সাল
তড়িৎকৌশল বিভাগ, বুয়েট

No comments

জারণ

বিশেষ ভাবে মনে রাখতে হবে বিশেষ ভাবে মনে রাখতে হবে জারণ : ১. e- এর অপসারণ ২. ধনাত্মক চার্জ ↑ ৩. ঋণাত্মক চার্জ ↓ ৪. যোজ্যতা বৃদ্ধি...

Powered by Blogger.